নজরুল ইসলাম॥ রাজধানীতে ছয়টি রেস্টুরেন্ট’কে তিন লক্ষ ৪১ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ আব্দুল মজিদ এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান- মহাখালী, ঢাকা’তে “ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট” খাবারের মূল্য তালিকা প্রদর্শন ব্যতিত অবৈধভাবে খাবার তৈরী করায় ব্যবস্থাপক রবিউল ইসলাম’কে ৫০ হাজার টাকা জরিমানা, “খাবার দাবার হোটেল” স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং অবৈধভাবে খাবার তৈরী করায় ব্যবস্থাপক রুহুল আমিন’কে ৯০ হাজার টাকা জরিমানা, “আল ইসমাইল হোটেল” অবৈধভাবে খাবার তৈরী করায় ব্যবস্থাপক আবু বক্কর’কে ২৫ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে “হোটেল লাকী” এর ব্যবস্থাপক রাকিব হোসেন’কে ২৫ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
তিনি আরো জানান- অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করে পরিবেশন করায় “বুকেট মেন্যু ” সোনারগাঁও জনপদ রোড, সেষ্টর-১১, উত্তরা, ঢাকার ব্যবস্থাপক নুর মোহাম্মদ’কে ০১ লক্ষ টাকা জরিমানা এবং “জধঃধঃড়ঁরষষব জবংঃধঁৎধহঃ” সোনারগাঁও জনপদ রোড, সেষ্টর-১৩, উত্তরা, ঢাকার ব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান’কে ৫১ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ ৫১ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ আব্দুল মজিদ এ অভিযান পরিচালনা করেন। “ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে” বলে সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান।