কৃষিবিদ হানিফ॥ গাভি’র দুধ বারানোর উপায়:(ডেইরি খামার মালিকদের জন্য)। উপাদনগুলো হলো ১। তেলা কচুর পাতা ২৫০ গ্রাম, ২। আখের গুর. ১৫০ গ্রাম, ৩। কালিজিরা. ১০০ গ্রাম, ৪। মেথি ২০ গ্রাম।
এইবার সব উপাদান এক সাথে বেটে অরধেক সকালে দুধ দোয়ানোর পর আর বাকিটা বিকালে দুধ দোয়ানোর পর খাওয়াতে হবে ৭ দিন। ঈনশায়াল্লাহ দুধ বারবে ।** গর্ববতী হলে মেথি বাদ দিবেন।