সিলেট প্রতিনিধি॥ জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন পূরনে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের জন্য মোবাইল থেরাপী ভ্যানে ২৩৪ জন রোগীকে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। নানান প্রতিবন্ধকতা পেরিয়ে, নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়ন বাজারে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬.৩০মি: পযন্ত এই সেবা প্রদান করা হয়েছে। এসময় আরও যারা ছিলেন, নবীগঞ্জ উপজেলা ভুমি সহকারী কমিশনার দিজেন্দ্র নাথ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড: জাবেদ আলী, রবিন্দ্র কুমার পাল, যুবলীগ নেতা মহিবুর রহমান রুকুত, মো: লোকমান,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান, তারা মিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা ফারজানা বিনতে মাহমুদ, ডা: জিনাত ফারহানা ফিজিওথেরাপিষ্ট, আব্দুল আওয়াল, মো: ইকবাল হোসেন খান, মো: ফয়সল, মো:টিটু বিশ্বাস, মো: রাশেদ মিয়া প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র হবিগঞ্জ, হবিগঞ্জ এ্যাসোসিয়েশন ফর অটিজম এন্ড সোস্যাল ইমপ্রোভমেন্ট (হাসি) সদস্যবৃন্দ ও তৃনমূলের লোকজন ।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post