গোলাম আজিজ॥ আজ রোববার গুলিস্তান ও আশপাশের এলাকার রাস্তায় বসতে পারেননি কোন হকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এসব কাজ করা হয়। ফলে এসব এলাকায় প্রতিদিনের মতো যানজট দেখা যায়নি। স্বাভাবিক ছিল মানুষের চলাচলও। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব এলাকায় সকাল থেকেই অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরআগে গত বুধবার দুপুরে নগর ভবনে হকার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে মেয়র সাঈদ খোকন ঘোষণা দেন, নগরবাসীর যাতায়াত নির্বিঘেœ করতে আগামী রোববার থেকে সাপ্তাহিক কর্মদিবসে গুলিস্তান ও আশপাশের এলাকায় হকারদের ফুটপাত ও সড়কে তাদের পণ্য নিয়ে বসতে দেয়া হবে না। তবে কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ৬টার পর হকাররা বসতে পারবেন।