ইতোপূর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট, সাময়িক সনদপত্রধারী ও অনলাইনে আবেদনকারী/ পূর্বেকার ৩১/১০/২০১৪ তারিখ পর্যন্ত হাতে হাতে (সরাসরি) লিখিত আবেদনকারী মুক্তিযোদ্ধা প্রার্থীগণকে জানানো যাইতেছে যে, পত্রিকায়/ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইটে (www.jamuka.gov.bd) সংশোধিত আকারে প্রকাশিত তারিখে উপজেলা/জেলা/ মহানগর কমিটির যাচাই-বাছাই কার্যক্রম জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০.০০ঘটিকায় শুধু হইবে।
সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত তারিখে সকল প্রমাণক এবং ওয়েবসাইটে প্রকাশিত ফরম পূরণ পূর্বক কমিটির নিকট উপস্থিত থাকিতে অনুরোধ করা হইতেছে। ব্যক্তিগতভাবে সকলকে নোটিশ দেওয়া সম্ভব হয় নাই বলিয়া এই গণ বিজ্ঞপ্তিটির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবগত করা হইল। যাচাই-বাছাই আওতাভুক্ত কোন মুক্তিযোদ্ধা/ আবেদনকারী/ প্রতিনিধি নির্ধারিত তারিখে অনুপস্থিত থাকিলেও যাচাই-বাছাই ফলাফল চূড়ান্ত হিসেবে গণ্য হইবে এবং মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করার কোন সুযোগ থাকিবে না।
মহাপরিচালক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, ঢাকা।