শাহরিয়ার রশিদ এমপি॥ ঢাকার দুই মেয়র মহোদয়কেই সাধুবাদ জানাই সাহসী সিধান্তগুলো নেবার জন্য এবং বাস্তবায়ন শুরু করার জন্য। এটা উচ্ছেদ করলে ওদের কি হবে, তাদের কি হবে ভাবতে ভাবতেই কয়েক যুগ পার হয়ে গেছে, আর আবর্জনার স্তুপ আরও বড় হয়েছে আর কিছু মানুষের পকেট ভারী হয়েছে। নগরীর খালগুলো উদ্ধারের কাজ শুরু হচ্ছে। এই ‘অপ্রিয়’ কিন্তু ‘বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয়’ কাজগুলি করতে যাওয়া মানেই কিছু মানুষের বিরাগভাজন হওয়া, যাদের স্বার্থে আঘাত লাগবে তাদের চক্রান্তের শিকার হওয়া। তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সকলেই সহযোগীতা করবেন আশাকরি।