শেফার্ড বাড়ৈ, গোপালগঞ্জ প্রতিনিধি॥ ঐতিহ্যবাহি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন বুরুয়াবাড়ী গ্রামের কৃতি সন্তান প্রয়াত রেভা: বেনেডিক্ট অমলেন্দু বাড়ৈ কর্তৃক প্রতিষ্ঠীত বিশ্বমুক্তিবাণী সংস্থার অর্থায়নে পরিচালিত উক্ত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠীত হয়। উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান হালদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের পরিচালক ও সভাপতি মিসেস এলিজাবেথ বাড়ৈ। বিভিন্ন খেলাধুলায় যারা সাফল্য অর্জন করেন তাদের মধ্যে প্রথম, দ্বীতিয় ও তৃতীয় এই তিন শ্রেণীভ’ক্ত করে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পূর্বে বিশিষ্ট গর্ণমান্য ব্যক্তিবর্গ তাদের মূল্যবান উপদেশমূলক কথা বক্তব্যকারে উপস্থাপন করেন। যা ছাত্র-ছাত্রীদের সারা জীবনের জন্য কাজে লাগবে।
সব শেষে সভাপতি তার সমাপনি বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করেন এবং আগামী দিনের সুন্দর ও সোনালী অর্জন গড়ে তোলার আকাঙ্খা ব্যক্ত করেন।