এবারের বই মেলায় আসছে নতুন কবিতার বই নবজাগরণ। এই বইয়ের রচয়ীতা সাবেক দুইবারের সভাপতি, ডিষ্ট্রিক বার এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া। সাবেক সাধারণ সম্পাদক, ডিষ্ট্রিক বার এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া। সাবেক স্পেশাল পি পি, ব্রাহ্মণবাড়িয়া কোর্ট। সাবেক দুইবারের সফল চেয়ারম্যান, বিনাউটি ইউনিয়ন পরিষদ, কসবা। প্রতিষ্ঠাত এডভোকেট হারুনুর রশিদ খান উচ্চ বিদ্যালয়, বিনাউটি, কসবা।
আশা করি পাঠকদের মনের খোরাক জোগাবে এবং বাস্তবতার নিরীখে এই বই আগামীর প্রত্যাশা পুরন করবে। সকলকে বইটি পড়ার জন্য সংগ্রহের অনুরোধ করছি। বইটির মাধ্যমে শুভ সুচনা হউক কবি মনের বিকাশমান প্রতিভার। বইটি পাওয়া যাচ্ছে শ্রাবন প্রকাশনির ২৫৫, ২৫৬, ২৫৭ নং ষ্টলে। আজই যোগাযোগ করুন।