ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “করবো বীমা গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার (৪ফেব্রুয়ারী) সকালে কসবা সীমান্ত কমপ্লেক্স কার্যালয়ে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড কসবা এজেন্সী অফিসের উদ্যোগে ১৫ জন মেয়াদ পুর্তির মাঝে ২৩ লাখ ২৫ হাজার টাকা এবং ৮ জন মৃত্যুদাবীর মাঝে ৯ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে কসবা এজেন্সী অফিস ইনচার্জ এম.এ. কাউছার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর কুমিল্লা সার্ভিসিং সেন্টারের জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেন রিমন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: আব্দুর রউফ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীমা গ্রাহক মো: সাজেদুল ইসলাম, মো: নান্নু মিয়া মাষ্টার ও মো: নিজাম উদ্দিন। অনুষ্ঠানে বীমা কর্মী, বীমা গ্রাহকসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।