টিআইএন॥ খবরটি যদিও খুব সুখকর নয়, একটি বিষয় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই বর্তমান সরকার বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারী খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং সেই সাথে দাফনের খরচও দেয়া হয়। অনেকে আমার সাথে যোগাযোগ করেন, আজকে যেমন জার্মানি থেকে একজনের সহকর্মী একটু আগে ফোন করেছিলেন। যদিও বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজআনার্স বোর্ডের এখতিয়ারভুক্ত। প্রথমে আপনারা বাংলাদেশ এম্ব্যেসীতে যোগাযোগ করবেন এবং আশানুরূপ সাড়া না পেলে আমাকে ংস@সড়ভধ.মড়া.নফ তে ইমেইল করে জানাবেন। যত দ্রুত সম্বব আপনার পরিজনের মৃতদেহ দেশে আসবে।