টিআইএন॥ প্রাধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু জঙ্গিরা ইসলামের নামে মানুষ হত্যা করছে। তিনি বলেন, জঙ্গিবাদ শুধু যে বাংলাদেশের সমস্যা তা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। এসময় জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আপনাদের কথা মানুষ শোনে। মানুষ মেরে জান্নাতে যাওয়া যাবে না এই কথাটা আপনারা সবার মাঝে পৌঁছে দিন।
তিনি বলেন, শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে যারা জঙ্গিবাদ ও সন্ত্রাস করছে তাদের কোনো স্থান এ দেশে নেই। প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিটি জেলায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। ইতোমধ্যে সে লক্ষ্যে আমরা কাজ করছি। সেই সঙ্গে দেশে নয়টি ভাষা প্রযুক্তির মাধ্যমে শেখার ব্যবস্থা করছি।