আজ বিকেল ৫ ঘটিকার সময় নবজাগরণ কবিতার বই এর মোড়ক উন্মোচন হচ্ছে। এই কবিতার বইটি প্রথমদিন থেকেই বইমেলার শ্রাবন প্রকাশনির ২৫৫, ২৫৬, ২৫৭ নং ষ্টলে পাওয়া যাচ্ছে। বইটি সংগ্রহ করুন এবং জাগরণের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করুন।
এই বইয়ের রচয়ীতা সাবেক দুইবারের সভাপতি, ডিষ্ট্রিক বার এসোসিয়েশন; সাবেক সাধারণ সম্পাদক, ডিষ্ট্রিক বার এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া। সাবেক পিপি, ব্রাহ্মণবাড়িয়া কোর্ট। সাবেক দুইবারের সফল চেয়ারম্যান, ৫ নং বিনাউটি ইউনিয়ন পরিষদ, কসবা। প্রতিষ্ঠাতা এডভোকেট হারুনুর রশিদ খান উচ্ছ বিদ্যালয়, বিনাউটি, কসবা।
বইটি আপনদের মনের খোড়াক জোগাবে এবং দিকনির্দেশনা দেবে জীবনের প্রতিটি ক্ষণের। এই কবিতাই পারবে আপনার চেতনা পুনরুদ্ধার করতে এবং মানুষ রুপে পুণ:প্রবেশ করতে।