ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত রবিবার(১২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম এর হস্তক্ষেপে গোপিনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে পড়–য়া গোপিনাথপুর গ্রামের মোহন ভূইয়ার কন্যার বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
কসবা মহিলা ডিগ্রি কলেজের উদ্যেগে
নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব পালিত
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে কসবা মহিলা ডিগ্রি কলেজের উদ্যেগে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে; আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কসবা মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো: আবুল হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ মো: তসলিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাফর আহাম্মদ, কসবা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য হাজী মো: আলী আজ্জম ও সাংবাদিক মো: আরিফুল হক জুয়েল। বক্তব্য রাখেন; কলেজের সহকারি অধ্যাপক মো: মোকারম হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: নজরুল ইসলাম ও প্রভাষক পিংকি রায়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন; শিক্ষার্থী জাফরিন ও জোহরা বিন্তে শাহীন।
পরে কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক- অভিভাবক- শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।