কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম উপজেলার কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই স্কুলের এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে দুই যুবককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে কায়েমপুর বটতলী গ্রামের মো.দেলোয়ার হোসেনের পুত্র নেয়ামত উল্লাহ (১৬) ও তার সহযোগী কায়েমপুর গ্রামের মো.আবুল কাশেমের পুত্র ইজাজ খান (১৭)।