ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কসবা উপজেলা প্রশাসনের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে রাত ১২:০১ মিনিটে কসবা কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সকল সরকারী- বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শহীদমিনারের উদ্দেশ্যে প্রভাতফেরী, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরন, দোয়া অনুষ্ঠান ও ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, ওসি তদন্ত মো.মনিরুজ্জামান, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী ও কাজী মো.আজহারুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম রংগু, মুক্তিযোদ্ধা মো.শহীদুল্লাহ, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.তসলিম মিয়া, সাহেবাবাদ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. হুমায়ুন কবির ও উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ। স্বাগত বক্তব্য রাখেন আলোচনা সভা বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক উপজেলা কৃষি অফিসার মো.কবির হোসেন।
কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন: কসবা উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, তারাপুর ইদ্রিস মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.হেলাল উদ্দিন, কসবা মহিলা কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার শান্তা প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো.আবদুল হান্নান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি পালনে স্থানীয় সিডিসি স্কুল প্রভাত ফেরী, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করেছে। সিডিসি ¯ু‹লের প্রতিষ্ঠাতা পরিচালক ও কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন : সাহেবাবাদ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.হুমায়ুন কবির, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, অর্থ সম্পাদক মো.অলিউল্লাহ সরকার অতুল, অভিভাবক আব্দুল্লা আল মামুন, সহ প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাহা, শিক্ষার্থী অভিজিৎ ঘোষ, কৃষ্ণা ভৌমিক, অর্পিতা ভৌমিক, শাহেদ বিন আজম ও কৃষ্ণা প্রিয়া চিত্রা। তাছাড়া দিবসটি পালনে কসবা প্রেসক্লাব, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করেছে।