ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ পূর্ব শত্রুতার জের ধরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের সীমরাইল সাতপাড়া বাজারে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে একটি ঔষধ ও একটি চায়ের দোকান পুড়িয়ে ভস্মিভূত করে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ দোকানী কাজল মিয়া ১০ জনকে আসামী করে কসবা থানায় অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটায় শত্রুতার জেরে উপজেলার সীমরাইল সাতপাড়া বাজারের কাজল মিয়ার চায়ের দোকানের পাশে ঔষধের দোকানে জিয়া ও মোহসিন গংরা কাজল মিয়াকে মারধর করে। ঔষধের দোকানদার ঘটনার স্বাক্ষী হওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে পরে সন্ত্রাসীদের সাথে করে নিয়ে আসা কেরোসিনের কন্টেইনার থেকে কেরোসিন ছিটিয়ে দুটি দোকানে আগুন জ্বালিয়ে দিলে কিছুক্ষনের মধ্যে আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায় দুটি দোকান।
এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। মেহারী ইউপি চেয়ারম্যান মো.আলম জানান এ ধরনের নারকীয় ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সমুচিত বিচার হওয়া প্রয়োজন।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন; এ বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। সহসাই ব্যবস্থা গ্রহন করা হবে।