ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউপি’র পানিয়ারুপ গ্রামের কৃতি সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী মরহুম এডভোকেট সিরাজুল হকের দ্বিতীয় পুত্র ও আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী আরিফুল হক রনি (৫৩) গত শনিবার বাংলাদেশ সময় সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের ডালাস শহরের সাউথ ওয়েষ্টান ইউনিভার্সিটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।
এদিকে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপির ছোট ভাই আরিফুল হক রনির অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম,কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগ যুগ্নআহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, হাজী রুহুল আমিন ভূইয়া বকুল, পৌর আওয়ামী লীগ সভাপতি মো.হুমায়ুন কবির, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম রঙ্গু,উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন, সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন ও কসবা ইউসিসি’র সভাপতি মো.শাহ আলম।
অপরদিকে গতকাল রবিবার বিকেলে আরিফুল হকের রনির মৃত্যুতে উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া মিলাদ ও প্রার্থনার আয়োজন করা হয়।