আবদুল আখের॥ ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে অনলাইনে বেতন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এলএ শাখার প্রায় ৩৫০ জন কর্মচারীর বেতন বিল এতদিন নগদ প্রদান করা হতো। ৮ মার্চ জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দীন অনলাইনে বেতন প্রদান কর্মসূচির উদ্বোদন করেন।
প্রত্যেক কর্চারীর সোনালী ব্যংক ডিসি কোর্ট শাখাতে একটি করে হিসাব খুলেছেন। যার ফলে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সার্বিক (তিনি দ্রইং ডিসবার্সিং অফিসার) এর হিসাব থেকে (একটি এডভাইস স্লিপের মাধ্যমে) সরাসরি কর্চারীদের ব্যক্তিগত হিসাবে ট্রান্সফার হয়ে যায়। এর ফলে কর্মী ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা নিশ্চিত সম্ভব হয়েছে। দ্রুত ও সময় মত এবং ডিসি অফিসে যাতায়াত না করে (যারা প্রেষণে গাজীপুর বা কক্সবাজারে কর্মরত) বেতন ভাতাদি উত্তোলন সম্ভব হওয়ায় কর্মচারীগণ অনেক খুশি এবং তারা জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।