আখের॥ খালেদা জিয়া যখন শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন, তখনই পাকিস্তানিরা বই লিখে গণহত্যার চিত্রকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বাংলাদেশের ইতিহাস যদি কেউ বিকৃত করে থাকেন, সেটা করেছেন জিয়াউর রহমান ও তার সহধর্মিণী খালেদা জিয়া।” এই জঘন্য চারীনিদের হাত থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে এগিয়ে আসুন। সাবধান হউন এবং আগামী নির্বাচনে জবাব দিন।