ইসরাত জাহান লাকী॥ “দেশের ১৬ কোটি মানুষের মধ্যে একটা বৃহৎ জনগোষ্ঠী হল মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, যারা এই মুহুর্তে সরকারের আইন প্রণয়ন থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করছে। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের সৌভাগ্য হয়নি, ‘৭১ এ সম্মুখ সমরে অংশ নেয়ার। কিন্তু, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের এক একজন যোদ্ধা হিসেবে আত্মনিয়োগ করার মাধ্যমে আমরা কিছুটা হলেও সেই অতৃপ্তি থেকে মুক্তি পেতে পারি।
দেশরতœ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত প্রগতিশীল, আধুনিক, মেধানির্ভর অর্থনীতির বাংলাদেশ বিনির্মাণে আই.সি.টি. বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী অঙ্গীকারাবদ্ধ।”