কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি কসবা-আখাউড়া সড়কে পালিত হয়েছে। পরে কসবা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দার আলমগীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. সোলেমান খান, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. তসলিম মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ.টি.এম ফয়জুল কবির।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. অলিঊল্লাহ সরকার অতুলেরর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি নাজমুল হক সজল, দপ্তর সম্পাদক মো. রুবেল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মো. মাহফুজুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন উজ্জ্বল, ভজন শংকর আচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সততা সংঘের শপথ বাক্য পাঠ, দুর্নীতি বিরোধী ডিসপ্লে, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, উপজেলার জামে মসজিদে ইমাম কর্তৃক পাক-জুম্মা আলোচনায় দুর্নীতি বিরোধী বক্তব্য, মানববন্ধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।