ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা / অগ্নি¯œানে শুচি হোক ধরা/ এসো এসো হে বৈশাখ এসো এসো” এ শ্লোগানকে সামনে রেখে কসবায় সার্বজনিন বাংলা নববর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উদযাপন কমিটি সকালে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। কর্মসূচির মধ্যে ছিলো সকালে বাঙালী খাবার, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, দেশীয় খেলাধুলা প্রতিযোগিতা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন।
সকাল ৭ টায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে বাঙালী খাবারের অংশগ্রহন গ্রহন করেন উপজেলার রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। সকাল ৮ টায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা সাজে সজ্জিত হয়ে শিশু-কিশোরদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা কে শোভিত করে। সকাল ৯ টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন; উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: সহকারী পুলিশ সূপার (কসবা সার্কেল) আবদুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, জেলা পরিষদ সদস্য মো.মোশারফ হোসেন ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, হাজী রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি সুবেদার (অবঃ) আবদুর রহিম ও সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম।
পরে কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শারমিন সুলতানার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীরা সংগীত পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।