আন্তর্জাতিক ডেক্স॥ বিশ্বযুদ্ধের আশঙ্কায় ভুগছে রাশিয়ার ৩০ শতাংশ মানুষ। যে কোনও মুহূর্তে আমেরিকার সঙ্গে রাশিয়ার যুদ্ধ বেঁধে যেতে পারে। সম্প্রতি এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষনায়। শুধু তাই নয়, গবেষণায় আরও উঠে এসেছে যে সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি রাশিয়ার মানুষদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে।
রাষ্ট্র পরিচালিত রাশিয়ান জনমত সমীক্ষা চালায় এই সংস্থা। ভিসিওম চলতি মাসের ১১ থেকে ১২ তারিখ পর্যন্ত এই গবেষণা চালিয়েছে। এক হাজার ২০০ ব্যক্তির ওপর এই গবেষণা চালানো হয়েছে। গবেষণাতে অংশগ্রহণকারীদের ১৪ শতাংশ মনে করেন, রুশ-মার্কিন যুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে। মার্চে মাত্র ৭ শতাংশ রুশ নাগরিক ট্রাম্পের তৎপরতায় অসন্তোষ প্রকাশ করেছিলেন।
কিন্তু নতুন সমীক্ষায় দেখা গেছে, এই সংখ্যা বেড়ে ৩৯ শতাংশে পৌঁছে গেছে। সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ট্রাম্পকে নিয়ে রাশিয়ার জনগণের মোহভঙ্গ হয়েছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
নতুন এক ঘোলক ধাধায় পড়েছে বিশ্ব। এই ঘোলক ধাধার বহুমাত্রীক অক্রমণ থেকে রেহাই পেতে হলে এখন থেকে শান্তির সন্ধানে কাজ করতে হবে। এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরীকা ও রাশীয়া কেউই এখন আর নিরাপদ নয়। আমাদের পার্শ্ববর্তী ভারত-পাকিস্তান, চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়া এখন কেউ কারো নাহি ছাড়ে ভাব নিয়ে প্রস্তুত যুদ্ধের ধামামা বাজাতে। কিন্তু এর ফল এবং অস্থিতিশীল পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতা কারোরই নেই। তাই প্রচুর মোনাজাত করুন। যার যার ধর্ম মতে সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসুন। আশা ও বিশ্বাস সৃষ্টিকর্তাই পারেই আমাদের মনে শাস্তি ও স্থিতিশীলতা দিতে। সমূহ বিপদের সম্ভাবনা থেকে মুক্ত করে পুনরায় বিশ্বকে শান্তি এবং আনন্দে মানবতার কল্যাণে নিয়োজিত করতে।