আজ সন্ধ্যা ৬ টায় আমাদের প্রীয় লাকী ভাই আমাদের মায়া ছেড়ে পড়লোকে গমন করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাকী আখন্দ ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে মনটাই খারাপ হয়ে গেল এই ভেবে যে মানুষটির সুরেলা কন্ঠের গান এবং ভালবাসা মিশ্রিত আদর আর পাওয়া যাবে না। দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর আজ পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে একাত্মতা পোষণ করি। সকলকে এই শোক সইবার তৌফিক দান করুন এবং লাকী ভাইকে জান্নাতবাসী করুন। আমিন।