ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা॥ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় হাতির তান্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ২টা থেকে একটি হাতি এই তান্ডব শুরু করে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিরাপত্তা রক্ষার চেষ্টা করেছেন।
হাতির মাউত সাগর জানান, তারা সিলেটে বিয়ের অনুষ্ঠান শেষে মৌলভীবাজার যাচ্ছিলেন। হঠাৎ হাতিটি বেপরোয়া হয়ে মৃত করম উল্লাহর বাড়িতে ঢুকে পড়ে। এতে আতঙ্কিত হয়ে লোকজন পালিয়ে যান। হাতিটি বাড়ির গাছপালা সব ভাঙতে শুরু করে। সন্ধ্যায় হাতিটি পুকুরে নামে ও দানবিক তান্ডবলীলা চালিয়ে পুকুর পাড় ভেঙে ভীতিকর অবস্থা সৃষ্টি করে।
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আহমেদ জানান, আমরা সতর্ক আছি। আশেপাশের লোকদের সুবিধাজনক স্থানে সরানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। আতঙ্কিত এলাকাবাসী বলেন, রাতের মধ্যে হাতিটি নিরাপদে না সরালে বিপদ ঘটতে পারে।