মাগুরা প্রতিনিধি॥ খোরশেদ আলম, বাড়ি চট্টগ্রাম। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সহকারী অধ্যাপক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, মেডিসিনে এফসিপিএস, নিউরোলজিতে এমডি ও লন্ডন থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেছেন! অবাক ব্যাপার, খোরশেদ আলম ভুয়া চিকিৎসক। মাত্র অষ্টম শ্রেণি পাশ। কিন্তু, ব্যবস্থাপত্রে উল্লেখ করেছেন বড় বড় সব ডিগ্রি।
১৯ এপ্রিল বুধবার এই ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি চট্টগ্রামে, বাবার নাম মোকসেদ আলম। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা জানান, ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক, বিসিএস ও নিউরো মেডিসন বিশেষজ্ঞ পরিচয়দানকারী খোরশেদ আলম ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ও এফসিপিএস মেডিসিন, এমডি নিউরোলজি এবং লন্ডন থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করার পাশাপাশি ব্যবস্থাপত্রে এ সকল ডিগ্রি উল্লেখ করেছেন। এ পরিচয়ে দেড় মাস ধরে তিনি মাগুরা শহরের গ্রামীণ মেডিকেল সার্ভিসেস-এ রোগী দেখে আসছেন। তবে যাচাই করে দেখা গেছে, তার সকল সনদই ভুয়া। যে কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।