ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবার সৈয়দাবাদ গ্রামে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে এক বিকাশ ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনিয়ে নিলেও কসবা থানা পুলিশ আসামীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহন করেনি। মামলার বাদী মোবাইল ব্যাংকিং (বিকাশ) আরিফুল ইসলাম খান ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরনে প্রকাশ, উপজেলার সৈয়দাবাদ গ্রামের আরিফুল ইসলাম খান (২১) নামক এক বিকাশ ব্যবসায়ী গত ২১ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে তার গ্রামের বাজারে মোবাইল ব্যাংকিং দোকানে যাচ্ছিল। যাওয়ার পথে একই গ্রামের সন্ত্রাসী সিয়াম (২২) ও রাফি (১৮)আরিফুলকে কুপিয়ে মারাত্মক জখম করে। তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও ডাচ বাংলা ব্যাংকের রকেট সিমযুক্ত একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। মুমুর্ষ স্থানীয় জনগন তাকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশংকাজনক হলে দ্রুত ওইদিনই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। কসবা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় তার বাম হাতের কব্জি ভেংগে যায়। অপরদিকে রামদায়ের কোপে মাথার তালুতে মারাত্মক জখম হলে ৭টি সেলাই দেওয়া হয়। আরিফুলকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।
এদিকে কসবা থানায় ওইদিনই একটি এজাহার দায়ের করা হলে পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলাটি রেকর্ড করেনি। জানা যায় আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরাফেরা করছে।