ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদিপ) নামক বেসরকারী সংস্থা গতকাল (২৬ এপ্রিল) বুধবার পরিস্কার-পরিছন্ন কার্যক্রমের আয়োজন করে। সকাল ১১ টায় পরিস্কার-পরিছন্ন অভিযান উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।
কসবা-আখাউড়া সড়কের পাশে মহিলা কলেজের সম্মুখ থেকে পরিছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন স্থানীয় সাংবাদিক, কসবা সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শ্ক্ষিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা,কসবা প্রেসক্লাব সভাপতি ও সিডিসি প্রতিষ্ঠাতা মো.সোলেমান খান, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক রুবেল আহমেদ, আনোয়ার হোসেন উজ্জল, সোহরাব হোসেন সহ সিদিপের সহকারী মহাব্যবস্থাপক মো.তরিকুল ইসলাম, মো.আবু তাহের, কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.জসিম উদ্দিন সহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের কর্মচারীবৃন্দ। সিদিপের পক্ষ থেকে জানানো হয় আগামী ২৬ মে পুনরায় আরো বড় পরিসরে এ অভিযান চালানো হবে।