লাকী॥ ‘থ্যাঙ্ক ইউ পুলিশ আঙ্কেল’-মায়ের কোলে বসা পাঁচ বছরের ছোট্ট শিশুটি উচ্ছ্বাস ভরা কন্ঠে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বার বার বলছিল আবেগতাড়িত এ বাক্যটি। ডিএমপি’র মিডিয়া সেন্টারে উপস্থিত পুলিশ, সাংবাদিকসহ সকলকেই ছুঁয়ে যাচ্ছিল শিশুটির এ আবেগমাখা উচ্ছ্বাস। এ শিশুটিই হচ্ছে সুমাইয়া যাকে বুধবার রাতে রাজধানীর কদমতলী থানাধীন রহমতবাগ দক্ষিণ দনিয়া কামালের বাড়ি হতে সুমাইয়াকে উদ্ধার করে কামরাঙ্গীচর থানা পুলিশ।
গত ৩ এপ্রিল ২০১৭ রাজধানীর কামরাঙ্গীর চর এলাকার বড়গ্রাম বাসার সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় শিশু সুমাইয়া। নিখোঁজের পর তার বাবা কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরী এবং পরে অপহরণের মামলা করেন। মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংকালে উদ্ধার অভিযানের আদ্যপান্ত বর্ণনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান। সবার চোখেমুখে তখন শিশুটির প্রতি প্রগাঢ় ভালবাসা আর অপহরণকারীদের প্রতি প্রচন্ড ঘৃণা।
মা-বাবাকে ফিরে পেয়ে সাংবাদিক, পুলিশসহ সবার সাথে সাবলীল ও সপ্রতিভভাবে হাসিমুখে কথা বলছিল সুমাইয়া। সুমাইয়ার বাবা-মাও সোনার টুকরা এই সন্তানকে ফিরে পেয়ে বার বার কৃতজ্ঞতা জানাচ্ছিলেন পুলিশকে আর অবুঝ শিশুটির চোখেমুখে ছিল পুলিশের ইউনিফর্ম পরা মানুষগুলির প্রতি তীব্র অনুরাগ আর ভালবাসা। সূত্র ডিএমপি নিউজ