শেখ মো. কামাল উদ্দিন॥ ব্রাহ্মণবাড়য়িা সদর উপজলোর সুলতানপুর টানচক নিবাসী বিশিষ্ট সমাজসেবক মো. হারুনুর রশিদ ডিলার (৭৮) গত রবিবার মধ্যরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকাস্থ ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ….. রাজিউন। গতকাল ২৪ এপ্্িরল সোমবার বাদ জোহর নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।