দিশারী কিন্ডারগার্টেন এর ছাত্রী আকলিমা আক্তার সৈয়দাবাদ এ, এস মনিরুল হক উচ্চ বিদ্যালয় থেকে এস এস পি পরীক্ষায় (এ+) পেয়েছে। তার এই সাফল্যে কিন্ডারগার্টের এর কর্ণধার ও সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা গর্বিত। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং উন্নতি কামনা করি। পাশাপাশি তার প্রতি রইল আমাদের আবেদন সে যেন তার এই শিক্ষার আলোয় আলোকিত করে তার চারিপাশের পরিবেশ। পরিশেষে দেশ সেবার ব্রতী নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করে যে কোন প্রয়োজনে প্রশান্তির সহযোগীতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।