সুমী ইসলাম॥ ‘একটি মামলায় ১৪০ দিন সময় চাওয়া হয় এবং তা দেওয়া হয়। একই মামলায় যদি ৪০/৫০ বার রিট হয় এবং তা নিষ্পন্ন হয়; তাহলে বিচার বিভাগের স্বাধীনতা নেই কিভাবে? বিচার বিভাগের স্বাধীনতার জন্য এই দৃষ্টান্তই তো যথেষ্ট। স্বাধীনতা না থাকলে তো তারা এটা দিতে পারতেন না। আমাদের যদি ওই ধরনের কোনও মানসিকতা থাকতো তাহলে নিশ্চয়ই বিচার বিভাগ তা দিতে পারতেন না। আর যারা সময় পাচ্ছে তারাই তাল মিলিয়ে বলে আইনের শাসন নেই।’
সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী ভাষণে বিএনপি চেয়ারপারসনের দুর্নীতির মামলার শুনানিতে বার বার সময় দেওয়ার প্রসঙ্গ টেনে এ কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা দেশরতœ শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই মন্ডব্য ও বাস্তব যুগান্তকারী যুক্তিসহ উদাহরণই কি যথেষ্ট নয় সমালোচক ও সুবিধাভোগীদের কথার উত্তর বা জবাব। তাইতো দেশবরেণ্য মানুষদের সমালোচনা ও অসাঢ় বক্তব্যের সমোচিত জবাব এরচেয়ে আর নির্ভরযোগ্য কি হতে পারে।