রাইসলাম॥ শুধু দেশের জন্য কাজ করলে হবে না, আমরা কী করছি তা মানুষকে জানাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নতুন কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। তিনি বলেন, ‘আমাদের পরিশ্রমের বিষয় মানুষকে জানাতে হবে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলা করতে হবে।’
‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জয় বলেন, ‘শুধু কাজ করলে হবে না, মানুষকে জানিয়ে দিতে হবে আমরা কী করছি তাদের জন্য। বিদ্যুৎ কেন্দ্র নিজে নিজে নির্মিত হয় না, পদ্মা সেতুও এমনিতেই তৈরি হয়ে যায় না। এগুলো আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে হচ্ছে। আমরা এগুলো টাকা জোগাড় করে দিয়েছি, আমরা পরিশ্রম করছি।’
তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অপপ্রচারকে মোকাবিলা করতে হলে নিজের প্রচার করে যেতে হবে। দলের সিনিয়র নেতারা তারা মানুষের সামনে কথা বলতে, নিজের ঢোল পেটাতে লজ্জা পান। এটা স্বাভাবিক, আমরা যারা সৎ মানুষ তারা সব সময় নিজের ঢোল পেটাতে লজ্জা পাই। যারা ফাঁকিবাজ, টাউট তারা নিজেদের ঢোল পেটাতে পারে। যারা পরিশ্রম করতে পারে, যারা সৎ তারা একটু লজ্জা পায়। তবে সেই লজ্জা পেলে কিন্তু হবে না। আমাদের জোর গলায় বলতে হবে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার সেটা মোকাবিলা করতে হবে। আমরা কী করছি, সেটা বারবার বলতে হবে।’
প্রধানমন্ত্রীর ছেলে বলেন, ‘দুর্নীতি করেছে বিএনপি, সন্ত্রাস করেছে জামায়াত। এই দুই দল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার চালিয়ে গেছে। ২০১৩ সালে আমি যখন আওয়ামী লীগের প্রচারে নামি তার আগে থেকেই ব্যর্থ হয়েছে। এত কাজ করেছি, মানুষের আয় দ্বিগুণ করেছি, ৩২ কোটি স্কুলে বই বিতরণ করেছি, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি, পদ্মা সেতুর কাজ শুরু করে দিয়েছি তারপরেও ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে প্রচার-অপপ্রচার।’
কর্মশালায় প্রায় ১৫০ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। সফলভাবে এই কর্মশালা শেষ করেছেন আমাদের আগামীর স্বপ্নদ্রষ্টা ও বাংলার মানুষের অহংকার সজিব ওয়াজেদ জয়। জয় দিয়েই আমাদের আগামীর জয় সুনিশ্চিত হউক।