আন্তর্জাতিক ডেক্স॥ মেঝেতে একটা টাকার কয়েন পড়লেই সবাই ঘুরে তাকান। ‘মা দেখা দে, নয় টাকা দে’ এইটা বলতে গিয়ে ‘টাকা দে’ টাই আরও একটি জোর দিয়ে বলেন সবাই। কিন্তু জানেন কী আপনি এখন নিজের বাড়িতে লাগাতে পারেন ‘টাকার গাছ’। না কোনও অবাস্তবিক ব্যাপার না। এই গাছের ফলের মতো টাকাও বেরয়ে না। কিন্তু এই গাছ বাড়িতে যতœ সহকারে রাকলে হাতে আসবে অফুরন্ত টাকা। এই গাছের নাম ক্র্যাসুল্লা।
এই গাছের পাতা মোটা, চকচকে এবং মসৃণ। সবুজের শেডে গাছটি। কয়েকদিন গাছটাকে রাখার পর বাদামী রঙের হয়ে যায়। এই গাছটি নিজের বাগানে রাখতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না। কিন্তু একটু বড় টবে পুতলে এই গাছটি তরতর করে বড় হতে থাক। সুর্যের আলো পড়লে এই গাছ আরো তাড়াতাড়ি বাড়ে। তবে বেশি জল দিলে হিতে বিপরীত হবে। বরং একবার জল দেওয়ার পর মাটি শুকোলে তবেই আবার গাছটিতে জল দিন।
চিনের এক ধর্মগুরুর মতে এই চারা গাছ ঘরে ঢোকার সময় ডানদিকে লাগানো উচিত। মানসিক ও শারিরিক দুই ভাবেই শক্তিশালী করে এই ক্র্যাসুল্লা গাছ। সূত্র-কলকাতা২৪।