ধর্ষণ এখন জাতীয় ক্রীড়ায় পরিণত হয়েছে… এরশাদ

টিআইএন॥ ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,  ‘দেশের বিচারহীনতার কারণে ধর্ষণ এখন জাতীয় ক্রীড়ায় পরিণত হয়েছে। সুশাসন নাই বলে নারীদেরও সম্মান নাই। তাই প্রতিদিন দেশের কোনো না কোনো এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি-মানুষ গুম, ধর্ষণ হয়েছে। কারণ কী? আমরা তো এমন ছিলাম না, নারীদের আমরা সমীহ করতাম, সম্মান করতাম। এখন এ অবস্থার সৃষ্টি কারণ কী? বিচারহীনতা। তারা জানে, ধর্ষণ করলে বিচার হবে না।’
গত সোমবার বিকেলে জাতীয় পার্টির (জাপা) রাজশাহী মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করছে। এমনটাই বললেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি দাবি করেন, জাতীয় পার্টি এখন রাজনীতিতে বড় ফ্যাক্টর। মানুষের ভালোবাসা আছে, আগামীতে সরকারও গঠন করবে জাতীয় পার্টি।
নির্বাচন পদ্ধতিরও পরিবর্তন চেয়ে এরশাদ বলেন, ‘যেভাবেই নির্বাচন করেন না কেন, প্রত্যেকটা নির্বাচন বিতর্কিত।’ তিনি বলেন, ‘কিছুদিন আগে বিএনপি ভিশন দিয়েছে। অনেক আগেই আমরা ভিশন দিয়েছি। আমরা বলেছি- প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে। উপজেলা চেয়ারম্যানদের হাতে সব ক্ষমতা দিতে হবে।’ রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম চত্বরে আয়োজিত সোমবার সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন- পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, মজিবর রহমান সেন্টু, সুনীল শুভ রায়, কাজী ফিরোজ রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহাবুদ্দিন বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্য শেষে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার রাজশাহী মহানগর জাতীয় পার্টির নতুন সভাপতি হিসেবে শাহাবুদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিমের নাম ঘোষণা করেন। নতুন সভাপতি-সম্পাদকের পাঠানো নামের ভিত্তিতে পার্টির চেয়ারম্যান পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেবেন বলেও জানান রুহুল আমিন হাওলাদার।

Leave a Reply

Your email address will not be published.