ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা মন্ত্রীর সংগে কথা বলে মূলগ্রাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো.আবুল ফারাহ প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছাস প্রকাশ করলেন। গতকাল (২১ মে) রোববার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ভিডিও কনফারেন্সে সরকারী কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ে ও কলেজের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আবুল ফারাহ দীর্ঘ ৩৫ বছর চাকুরী করার পর তার পেনশনের টাকা এবং হজ্ব করার জন্য ৮ লাখ টাকা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে চেক গ্রহন করেছেন গতকালই। সারা দেশের ৪টি উপজেলায় একজন শিক্ষকের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বললেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকাল সাড়ে দশটায় টুংগীপাড়ায় ইউএনও ও এক শিক্ষকের সাথে কথা বলে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ও অবসর প্রাপ্ত শিক্ষক আবুল ফারাহ এর সাথে কথা বললেন। আবুল ফারাহ শিক্ষা মন্ত্রীকে জানান এ টাকা পাওয়ার ব্যাপারে কোথাও কোনো তদবীর বা ঘুষ দিতে হয়নি। তিনি শিক্ষামন্ত্রীরও দীর্ঘায়ু কামনা করেন। ভিডিও কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন; এডিসি শিক্ষা মো.আসাদুজ্জামান, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, অধ্যক্ষ তফাজ্জল হোসেন, অধ্যক্ষ তসলিম মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহাম্মদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রওশন আরা প্রমুখ।