টিআইএন॥ গত ২৬ /৫/১৭ ইং দিবাগত রাতে সেহেরি খাওয়ার পুর্বে বাসায় ফিরার সময় অতিলোভী টহল পুলিশ ঐ কান্ডটি ঘটিয়ে ফেলেন একধরণের নিলজ্জ্ব বেহায়ার মত। রাতের বেলা কনষ্ট্রাকশন কন্ট্রাকটর তার সাইট থেকে কাজ সেরে সেহেরি খাওয়ার উদ্দেশ্যে বাসার হেটে আসছে। ঐ কন্ট্রাকটরের নাম সজিব। সে খুব ভদ্র ও বিনয়ী এবং নির্লোভ ছেলে। তার এই আগমনে বাধা হয়ে দাঁড়ায় ভাষানটেক থানা টহল পুলিশ। ঐ পুলিশদ্বয় তাকে জিজ্ঞাসা করে কোথায় যাবেন এবং সব শুনে বলে গাড়িতে উঠুন। তখন বিভিন্ন জায়গা ঘুরিয়ে তাকে সময় ক্ষেপন করে বয়ে নিয়ে যাচ্ছেন। অনেক সময় অতিক্রম করার পর প্রস্তাব করে যা আছে সবই দিয়ে যা নতুবা নতুন কোন মারাত্মক মামলায় ফাসিয়ে দিব। ১১০০ টাকা মুক্তিপন নিয়ে ঐ রাতে টহলরত পুলিশদ্বয় সজিবকে বাসায় ফিরতে সাহায্য করে। এই কি আমাদের রাতের টহলরত পুলিশের অবস্থা। তাহলে টহলের প্রয়োজন কি? কেনই বা সরকার তাদের টহল দেয়ার জন্য নিয়োজিত করেছে? সরকার একজন কনষ্ট্রেবল থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ পর্যায়ের কর্তা পর্যন্ত সকলের জন্য পর্যাপ্ত বেতনের ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন ইনসেন্টিভ দিয়ে নাগরিক সেবা বৃদ্ধিতে উৎসাহ যুগিয়েছেন। কিন্তু এই কি নাগরিক সেবার হাল। আশা করি এর উপযুক্ত শাস্তিসহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে নতুন দিনের পুলিশী ডিজিটাল এবং ট্রান্সপারেন্ট সেবা চালু করবে। জনগনের বন্ধু হয়ে জনগণের প্রয়োজনে বন্দুর মত হাত বাড়িয়ে দিবে। জনবাবন্ধব পুলিশী সেবাই পারে পুলিশ সম্পর্কে বিরুপ ভাবনার অবসান ঘটাতে। আর এই লক্ষ্যে আশু পদক্ষেপ গ্রহণ করা হউক।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post