ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মনাবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল সোমবার (৫ জুন) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে; চিত্রাংকন প্রতিযোগিতা, বনার্ঢ্য শোভাযাত্রা , আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন; সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: কবির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, কসবা টি-আলী ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ এ.কে আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো: জসিম উদ্দিন ও কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় ৩ বিজয়ী শিক্ষার্থীকে পুরুষ্কৃত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাছাড়া স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে বেসরকারী সংস্থা সেন্টার ফর ডেভলাপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সিদীপ এজিএম মো: তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: কবির হোসেন ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীকে পুরুষ্কৃত করা হয়।