প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা

আবদুল আখের॥ আগামী ১৭ থেকে ২৩ জুন ৭দিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: আবদুল ওয়াহ্হাব মিঞা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ সময় দেশের বাইরে অবস্থান করবেন বিধায় তিনি এ দায়িত্ব পালন করবেন। সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে এ দায়িত্ব দিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেশের বাইরে যাওয়ার তারিখ থেকে দেশে ফিরে কার্যভার গ্রহণ না করা পর্যন্ত মো: আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published.