বিপ্লব চক্রবর্তী॥ “উচ্চাভিলাষ নিয়ে আসিনি। বাবার কাছ থেকে এটা শিখেছি। এখন প্রধানমন্ত্রী। না থাকলে চলে যাবো। আমি গাড়িতে চড়তে পারি, বাসে চড়তে পারি, ভ্যানে চড়তে পারি। পানিতে নামতে পারি। আর এসব পারি বলেই উন্নয়ন করতে পারছি। আমি নিজের চোখে মানুষের কষ্ট দেখেছি। এ কারণেই মানুষের কষ্ট লাঘবে কি করা প্রয়োজন সেটা চিন্তা করে পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছি।” —– মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা।।