নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন, দলীয় কার্যালয় নির্মাণ এবং প্রবীণ ও অসুস্থ নেতা-কর্মীদের সহায়তায় ওবায়দুল কাদের এমপি’র বিবৃতি

টিআইএন॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ এক বিবৃতিতে যে সব সাংগঠনিক জেলা/ মহানগর/ উপজেলা/ থানা/ পৌর শাখায় সদস্য সংগ্রহ ফরম সংগ্রহ করেনি অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে সদস্য সংগ্রহ ফরম সংগ্রহ করে নিজ নিজ এলাকায় সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচি জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল জেলা/ উপজেলা/ পৌরসভা শাখার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্থায়ী/ অস্থায়ী ঠিকানা নেই এবং যে সকল জেলা/ উপজেলা/ পৌরসভা শাখার নিজস্ব কার্যালয় নির্মাণ করা হয়নি তাদের তথ্য অনতিবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) পাঠাতে বলেছেন।
তিনি প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক ত্যাগী নেতা-কর্মী প্রবীণ ও অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন, এই ধরনের নেতা-কর্মীদের তালিকা প্রস্তুত করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে প্রেরণ করতে বলেছেন।
একইসঙ্গে তিনি প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় আক্রান্ত উপদ্রুত এলাকায় সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ তৎপরতা জোরদার করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.