শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে শিল্পকলা একাডেমীর সভা অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কসবায় গত মঙ্গলবার ৪ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষণসহ সার্বিক কার্যক্রম নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি হাসিনা ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সংগীত প্রশিক্ষক মো: আবদুর রউফ এবং নৃত্য প্রশিক্ষক সাব্বিকুনাহার সাবা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম বলেন, উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের সংগীত চর্চার মাধ্যমে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। তিনি সংগীত প্রশিক্ষকগণকে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন।
তিনি এ ব্যাপারে এলাকার সচেতন অভিভাবক মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.