ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় সড়ক দূর্ঘটনায় নিহত নাজমুল হুদা নাদিমের প্রথম পাঠশালা সিডিসি তার অকাল মৃত্যুতে গত শনিবার বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন সহ গতকাল শোকসভা ও মিলাদের আয়োজন করে।
সিডিসির প্রতিষ্ঠাতা সাংবাদিক মো.সোলেমান খানের সভাপতিত্বে মিলাদ পরিচালনা করেন কসবা কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল হান্নান। বক্তব্য রাখেন নাদিমের বাবা ডা:বিল্লাল হোসেন চৌধুরী, মো: নাসির উদ্দিন, রুবেল আহমেদ, জাকির হোসেন, ভজন শংকর আচার্য। নাদিমের স্মৃতী বিজরিত শিক্ষক-শিক্ষিরাও শোকে মুহ্যমান ছিলো।
উল্লেখ্য ঈদের পরদিন একটি সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হলে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ জুলাই অপারেশন থিয়েটারে সে অজ্ঞান হয়ে গেলে তাকে ধানমন্ডি ট্রমা ও পরে এ্যাপেলো হাসপাতালে নেয়া হয়। গত শুক্রবার সেখানে সে মৃত্যু বরন করে। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে সদালাপি নাদিমের জন্য । গতকাল উপজেলা কেন্দ্রিয় ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে তাকে শেষ বিদায় দেয় ।