জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালনের আলোচনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

ইসরাত জাহান লাকী॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালনের আলোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমার জন্মদিন আওয়ামী লীগ পালন করবে কেন? এটা সভার আলোচ্য সূচিতেও আসবে কেন? শনিবার (৮ জুলাই) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনার জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালনের লক্ষ্যে সভায় আলোচনা শুরু হলে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি।
দলের কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনার জন্মদিন পালনের ইস্যুটি এজেন্ডাভুক্ত করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আগেও এ বিষয়টি নিষেধ করেছি। তারপরও সভার আলোচ্য সূচিতে বিষয়টি কেন আসল।’ তিনি বলেন, ‘আমার জন্মদিন আওয়ামী লীগ আনুষ্ঠানিভাবে কেন পালন করবে? আমি এটা চাই না।’
উল্লেখ্য, প্রতি বছর শেখ হাসিনার জন্মদিনে দলের নেতাকর্মীরা অনানুষ্ঠানিকভাবে তার সঙ্গে দেখা করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপন করেন। কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনা করে এ দিনটিকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে আলোচ্যসূচিতে রাখা হয়েছিল। তবে সভায় বিষয়টি নিয়ে আলোচনা উত্থাপন করা হলে ক্ষব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। এরপর বিষয়টি নিয়ে আর কেউ আলোচনা করেননি।

Leave a Reply

Your email address will not be published.