ভজন শংকর আচার্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার আড়াই বাড়ি গ্রামে, বিশিষ্ট শিল্পপতি এ.কে এম বদিউল আলম জামাল কসবা থানাকে একটি পুলিশ পেট্রোল ভ্যান উপহার দিলেন। আজ ব্রাহ্মনবাড়িয়া জেলা পুলিশ অফিসে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে তিনি গাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) মোহাম্মদ আবু সাঈদ, ডি.আই. ওয়ান মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, কসবা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন ইকবাল, জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান সহ ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার ব্যাক্তিবর্গ। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন সাংবাদিকদের তার প্রতিক্রিয়ায় বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে পেট্রোল ভ্যানটি ইতিবাচক ভ’মিকা পালন করবে। এজন্য তিনি বদিউল আলমকে কৃতজ্ঞতা জানান। এ.কে.এম বতিউল আলম সাংবাদিকদের জানান, এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নের জন্য এ গাড়িটি তিনি প্রদান করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন পুলিশী টহলে গাড়িটি ব্যবহারের ফলে উপজেলার আইন শৃখংলার উন্নয়ন ঘটবে।