কসবায় বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি কলেজে নবীন বরণ

ভজন শংকর আচার্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল (১ আগষ্ট) কসবার উপকন্ঠে প্রতিষ্ঠিত বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে ডিপ্লোমা ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউটের অধ্যক্ষ আল মোহতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল। বিশেষ অতিথি ছিলেন; সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নজির আহাম্মদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা মহিলা কলেজ অধ্যক্ষ মো.তসলিম মিয়া। নবীন বরণ অনুষ্ঠানে ৭৬ জন ছাত্র-ছাত্রীকে  ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের ইন্সট্রাকটর ফারজানা খন্দকার।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান ২০১০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে দুটি ব্যাচে ৪৭ জন ছাত্র-ছাত্রী ডিপ্লোমা অর্জন করে বের হয়। এ বছর ১৫০টি আসনের মধ্যে ৭৬টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। তিনি জানান বাকী আসনগুলোতে ছাত্র- ছাত্রী ভর্তি চলছে।

Leave a Reply

Your email address will not be published.