চিকুনগুনিয়া রোগীদের জন্য বিনামূল্যে ডিএসসিসি’র ফিজিওথেরাপি

নজরুল ইসলাম॥ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকুনগুনিয়া অনেক কমে এসেছে বলে মন্তব্য করেছেন সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একই সঙ্গে এ রোগে আক্রান্তদের জন্য ফ্রি ফিজিওথেরাপি কর্মসূচির উদ্বোধন করেন তিনি। গত সোমবার নগর ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, ‘দক্ষিণ সিটি এলাকায় চিকুনগুনিয়ায় আক্রান্তদের সংখ্যা অনেক কমে গেছে। কিন্তু যারা আক্রান্ত হয়েছিলেন তাদের ব্যাথা তো রয়ে গেছে। তাই আমরা আমাদের মায়েদের জন্য, বাবাদের জন্য এই ফিজিওথেরাপির ব্যবস্থা করেছি। এই ধরনের রোগীর সংখ্যা অতি নগন্য। ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করলেই রোগীর বাসায় ফিজিওথেরাপিস্ট চলে যাবেন।’
মেয়র বলেন, ‘চিকুনগুনিয়ায় আক্রান্তরা বাড়িতে বসেই  ফিজিওথেরাপি সেবা পাবেন। গত সোমবার (৩১ জুলাই) থেকে আমাদের ডাক্তাররা ফোন পেলেই আপনাদের বাড়িতে গিয়ে বিনামূল্যে সেবা দেবেন। দক্ষিণ সিটির ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে পাঁচ জন করে ডাক্তারের একটি টিম কাজ করবে। করপোরেশনের কল সেন্টারের মাধ্যমে ফোন পেলেই তারা বাসায় পৌঁছে যাবেন।’
সাঈদ খোকন বলেন, ‘চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আমরা এ পর্যন্ত এক  লাখ ৩০ হাজার অ্যাডাল্টিসাইডিং এবং দেড় লাখ লার্ভিসাইডিং ঔষুধ ছিটিয়েছি। আমাদের কল সেন্টারে ৬৭ হাজার ৩০৭টি ফোন পেয়েছি। এরা শুধু দক্ষিণ সিটি এলাকার নয়, দেশের বিভিন্ন স্থান ও দেশের বাইরে থেকেও অনেকেই ফোন করে তথ্য ও পরামর্শ নিয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৪৩০ জন ডিএসসিসি’র। এ পর্যন্ত বাসায় গিয়ে এক হাজার ৮৯৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এক লাখ ৭০ হাজার প্যারাসিটামল বিনামূল্যে বিতরণ করেছি।’
মেয়র বলেন, ‘রোগবালাই একটি প্রাকৃতিক নিয়ম। রোগ আসবে, আবার যাবে। এটাই নিয়ম। এসময় মানুষের পাশে থেকে সাহস জোগাতে হয়। আমরা নগরবাসীকে সাহস জোগাচ্ছি। অনুষ্ঠানে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মো: সালেহ উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.