লাকাী বাংলাদেশ প্রেস এর সৌজন্যে॥ ঢাকার জলাবদ্ধতা দূর করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত (সোমবার) মন্ত্রিপরিষদের বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনাকালে তিনি এ কথা বলেন। জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মিত বক্স কালভার্ট খুলে দিয়ে এর ওপর উড়ালসেতু বানানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। এজন্য তিনি সংম্লিষ্ট মন্ত্রণালয়কে কাজ শুরুর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, খালগুলোর ওপর বক্স কালভার্ট থাকার কারণে ভেতরের ময়লা পরিষ্কার করা সম্ভব হয় না। এতে পানিও দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বুড়িগঙ্গা ও ব্রহ্মপুত্র নদী হেভি ড্রেজিং মেশিন দিয়ে খনন করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ড্রেজিং করা বালু বিক্রির ব্যবস্থা করার জন্যও তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।