ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক গত ২৮ জুলাই শুক্রবার বিকেলে কসবা টি আলী কলেজ ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন ; বাংলাদেশ এখন মাদকের ভয়াবহতায় আক্রান্ত। খেলাধুলা ও সাংস্কৃতিক সৃজনশীলতার মাধ্যমে শিশুদের গড়ে তুলতে না পারলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন; বাঙালী জাতি পারেনা এমন কিছু নেই। আমরা বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মীনিসহ ১৫ আগষ্ট খুনিদের বিচার করেছি। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের উদাহরন। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। আমরা বাংলাদেশকে মর্যাদার স্থানে নিয়ে গেছি।আমরা লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক উৎকর্ষতার মাধ্যমে বিকশিত করতে চাই। শেখ হাসিনার সরকার এজন্য যা যা করা দরকার সবই করবে।
টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ; উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার লিটন দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা। পরে বিকেল ৫টায় মন্ত্রী উপজেলা পরিষদ সুপার মার্কেটে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলজ বৃক্ষমেলা উদ্বোধন করেন। তাছাড়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার হাট বাজার রাজস্ব থেকে ৩৫১ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সেবার জন্য ১৭ লাখ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। সবশেষে মন্ত্রী জেলা পরিষদের নিজস্ব জায়গা কসবার ঐতিহাসিক কল্যান সাগর দীঘির উত্তর পাড়ে ৪ তলা বিশিষ্ট রেস্ট হাউসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই রেস্টহাউজটি নির্মান করা হচ্ছে বলে জেলা পরিষদ সুত্রে জানা যায়। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি, প্যানেল চেয়ারম্যান-১ মো.আবুল হোসেন আজাদ, প্যানেল চেয়ারম্যান-২ আসাদুজ্জামান চৌধূরী, প্যানেল চেয়ারম্যান-৩ সোনিয়া আক্তার সূচি, জেলা পরিষদ সদস্য কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো.হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. ইয়াছিন তাজ, জেলা যুবলীগ সভাপতি এডভোকেট শাহনোয়াজ, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল,আইয়ুব আলী ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন ও সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমূখ উপস্থিত ছিলেন।