আখের॥ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে বিমানবন্দরের মূলভবনের ৩য় তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তৃতীয় তলার একটি বাথরুম থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিমানবন্দর এলাকায় বর্তমানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত শুক্রবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় পুরো বিমানবন্দর ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। বিমানবন্দর এর টার্মিনাল থেকে যাত্রী ও দর্শণার্থীদের সরিয়ে নেয়া হচ্ছে। বিমান কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশন তিন সদস্যের একটি তদন্ত কমিটি ঘোষণা করেছে এবং আগামী সাত দিনের মধ্যে আগুন লাগার কারন উৎগাটন করে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।